...

গোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে কড়াইলে ক্ষতিগ্রস্তদের জন্য কাপড় সংগ্রহ

মোঃ শাকিল শাহরিয়ার, গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ১৮:১০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় সংগ্রহ করা হয়েছে। 

২৮ নভেম্বর (শুক্রবার) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট সংলগ্ন গোল চত্বরে এ কাপড় সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ। তিনি বলেন, “মানুষের জন্য কিছু করাই প্রকৃত জনসেবা। নিজের দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। কড়াইল বস্তির মানুষের জীবন-জীবিকা এখন কঠিন সময় পার করছে। যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করবো। সবার প্রতি অনুরোধ, এই মানবিক প্রয়াসে এগিয়ে আসুন।”

এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সজীব কুমার ভদ্র বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই একটি প্রশংসনীয় কাজ। আমাদের সমাজে এমন মানবিক কার্যক্রম আরও বৃদ্ধি পেলে অনেক মানুষ উপকৃত হবে। ছাত্রদলের এই উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক