ছবি: সংগৃহীত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা গেছে। সিসিইউতে থাকার পর টানা কয়েক দিন সাড়া না দিলেও শনিবার তিনি কথা বলেছেন বলে জানিয়েছে চিকিৎসক ও পরিবারঘনিষ্ঠ একটি সূত্র।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবার-ঘনিষ্ঠ একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) সকালে সিসিইউতে শয্যার পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে সামান্য কথা বলেন বেগম খালেদা জিয়া।
সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারের তুলনায় কিছুটা উন্নতির দিকে। তবে সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে।
চিকিৎসকেরা খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতিকে এখনো ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কিডনি কার্যক্ষমতা স্থিতিশীল না হলে তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি সম্ভব নয়।
দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে আবার বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে—বিমান যাত্রার ধকল সামলানোর মতো শারীরিক সক্ষমতা আদৌ তৈরি হয়েছে কি না।
পাবলিকিয়ান টুডে/ সংগৃহীত | ফেসবুক