জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন পাঠ্যবই ও সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে—এমন অভিযোগ সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করছে যে তাদের গণিত পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সিলেবাসের বাইরে। পাশাপাশি তারা বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া নিয়েও অভিযোগ জানায়।
অপরদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামছুল হক দাবি করেছেন, “প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নই পাঠ্যবইয়ের বিভিন্ন পৃষ্ঠা ও সিলেবাসের মধ্যেই রয়েছে। অভিভাবক বা সংশ্লিষ্টদের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ম মেনে পাঠ্যসূচি ও সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করেন এবং সরকারি বিধি মোতাবেক সিলেবাসের বাইরে প্রশ্ন করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে তা “মূলত: ভিত্তিহীন” বলেও মন্তব্য করেন তিনি।