বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বাঙ্গীণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক–এ, রোড–৬, হাউস–৮–এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সংগ্রামে শয্যাশায়ী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে সর্বশক্তিমান আল্লাহর রহমত প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জি. এ.টি.এম সামসুউদ্দীন খান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন, মহাসচিব ইঞ্জি. এ.কে.এম মহসিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. মোঃ মহিউদ্দিন আহমেদ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা সকলেই দেশবাসীর প্রতি আহ্বান জানান—বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য যেন সবাই দোয়া অব্যাহত রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোহা. মইদুল ইসলাম (মঈদ)।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক