...

হামদর্দ পাবলিক কলেজে ‘এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট ২০২৫’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২:০৭

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় আজ অনুষ্ঠিত হলো হামদর্দ পাবলিক কলেজ ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত “এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট ২০২৫”—নতুন প্রজন্মের সৃজনশীলতা ও শিল্পবোধ বিকাশে এক অনবদ্য আয়োজন।

ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ দিনজুড়ে রূপ নেয় এক বর্ণাঢ্য আলোকচিত্র উৎসবে। প্রতিযোগীরা তাদের ক্যামেরায় বন্দি করেছেন প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, আলো–ছায়া ও দৈনন্দিন জীবনের নানান মুহূর্ত—যা বিচারকবৃন্দকে মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ফটোগ্রাফি শুধু শিল্প নয়, এটি একটি শক্তিশালী অভিব্যক্তি—যা তরুণদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও মানবিকতা প্রকাশ করে।”

বিচারকমণ্ডলীর সুপরিকল্পিত মূল্যায়নের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানার-আপ এবং বিশেষ বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সনদপত্র ও বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামদর্দ পাবলিক কলেজ ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা। শিক্ষার্থী, শিক্ষক, অংশগ্রহণকারী ও অতিথিদের সমন্বিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় দিন।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক