লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি একটি ইসলামী দলকে উদ্দেশ্য করে বলেছেন, রাজনৈতিক দলের নামে ইসলাম দিয়ে ইসলামের ব্যবসায় নেমেছে একটি দল। এসব থেকে বের হয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। রাজনীতি করে মানুষের সেবা করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, একটি বিশেষ ইসালামী দলের প্রার্থী তিনি খালেদা জিয়া সম্পর্কে কটুক্তি করেছেন। তিনি অপব্যাখা দিয়েছেন, অপপ্রচার করেছেন। তিনি বলেছেন, বিএনপির অনেক নেতা নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনি দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে লক্ষ্মীপুর বাসীর কাছে ক্ষমা চান। ওই ইসালামী দলের প্রার্থী ফ্যাসিবাদী হাসিনার মত করে কথা বলেন, দোসরের মত করে কথা বলেছেন।
তিনি বলেন, সারা বাংলাদেশে খালেদা জিয়া সম্মানিত, সারা পৃথিবীতে খালেদা জিয়া সম্মানিত, আন্তর্জাতিকভাবে খালেদা জিয়া সম্মানিত। আপনার নেতা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, আর আপনি লক্ষ্মীপুরে মাঠে-ঘাটে অপপ্রচার করছেন বিএনপি নেতারা এতিমের টাকা মেরে খায়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুঁইয়া প্রমুখ।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
