রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) এর ২০২৬-২৭ সেশনের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আহসান মো. মুজাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ও সাবেক দায়িত্বশীলদের অনুমোদনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সম্রাট আকবর। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইজাজ মাহমুদ, নাইমুর রহমান রিজভী, মনসুর আলম অন্তর এবং মেহজাবিন আফরোজ সামিয়া।
প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ামিন ইসলাম প্রবিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদুল ইসলাম (সিনিয়র), উসামা বিন উমর, রাকিব হোসেন, নোমান শরিফ এবং মুহাইমিনুল ইসলাম শুভ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমজাদ আলী সিফাত, ইমতিয়াজ নিশাত, ইমরান হোসেন, সিদরাতুল মুনতাহা অমি, তামিন আজাদ তন্ময়, ওসমান গণি মুন্না, আফসার উদ্দীন, মমিতা জাহান ও আসমা আতিকা।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় অধ্যয়নরত রামগতির শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘আরএসসিডি’ দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড আয়োজন, বৃক্ষরোপণ, দেশের বিভিন্ন অঞ্চলে সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা, ভর্তি সহযোগিতা এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক
