মেট্রোরেলে এক যাত্রীকে কামড় দিলো, আরেক যাত্রী
- প্রকাশিত: ১২:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 43
সম্প্রতি মেট্রোরেলে পকেটমারের ঘটনা হচ্ছে, আরো কখনো যাত্রীদের মধ্যে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডার ঘটনা দেখা গেছে। তবে এবার সবকিছু ছাপিয়ে মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, এক পর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড়ে দেয়া মতো ঘটনা ঘটেছে।
সোমবার (২ জুলাই), একটি ভিডিও যা ফেসবুকে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে একজন সহযাত্রীকে কামড় দেওয়া হচ্ছে। ঘটনার তারিখ এবং সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায়নি, এবং ঝগড়ায় লিপ্ত হয়ে যে দুজনের পরিচয় জানা যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যিনি অন্য যাত্রীর শরীরে কামড় বসিয়েছেন, তাকে অন্য যাত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝগড়া বাধানো দু’জনের একজন বলছেন- আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। উনিও বলছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।
ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিয়েছে। এদিকে দুজনের ঝগড়ার এক পর্যায়ে এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়।