ব্রেকিং নিউজ :
কোটার কারণে ১০০ তে ৮৬ নম্বর পেয়েও প্রথম হওয়া প্রার্থী চাকরি পায়নি- মাহবুব কবীর মিলন
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০৬:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 29
কোটা নিয়ে এবার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি ফেসবুকে জানিয়েছেন, কোটার কারণে মেধা দিয়ে প্রথম হওয়া প্রার্থীকেও চাকরি দেওয়া সম্ভব হয়নি।
বুধবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ফেসবুক স্ট্যাটাসে এ অভিজ্ঞতা শেয়ার করেন।
অতিরিক্ত সচিব মাহবুব কবির মিল লেখেন, ‘কোটার কারণে ১০০ নম্বরে ৮৬ পেয়ে মেধা তালিকায় প্রথম হওয়া প্রার্থীকে চাকুরি দেয়া সম্ভব হয়নি। এখন এর পক্ষে বিপক্ষে বলবেন আপনারা।’
সে ফেসবুক পোস্টের নিচে আইডি দিয়ে একজন মন্তব্য করেন,বলার কিছু নেই শুধু দেখে যেতে হবে। বর্তমান কোটা বিরোধী আন্দোলনকারীরা সফল হলে এই সমস্যার সমাধান হবে