কাজাখস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড দল
- প্রকাশিত: ১২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / 46
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের (আইবিও’২৪) ৩৫তম আসর বসবেল ৭-১৪ জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায়। এরই ধারাবাহিকতায় আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল।
এবছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন রাজশাহীর গভ. ল্যাব হাইস্কুলের ফায়েজ আহমেদ, চট্টগ্রাম ক্যান্ট. পাবলিক স্কুলের রাইসা ফাবিহা জান্নাত, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের হা-মীম রহমান ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্বপ্না মন্ডল। সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন আন্তর্জাতিক জুরি ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ডা: সৌমিত্র চক্রবর্তী।
এর আগে বাংলাদেশ দল গঠনের উদ্দেশ্যে সারা দেশে ১১টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয়েছে। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবে অংশ নেয়। এ পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় আবাসিক এবং অনাবাসিক বায়োক্যাম্প। সেখান থেকে সেরা চারজনকে বাছাই করা হয়েছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য।
শাহরিয়ার ইমন
শেকৃবি