শাবিপ্রবিতে কাওয়ালী ও বিপ্লবী সংগীত আসরে মানুষের ঢল।
- প্রকাশিত: ০৬:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / 75
শাবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া সকলের স্মরণে কাওয়ালি ও বিপ্লবী গানের আসরের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ’। উন্মুক্ত অনুষ্ঠানটিতে ছাত্র-শিক্ষক শ্রমজীবী সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে একাডেমিক ভবন ডি পর্যন্ত কানায় কানায় ছাত্র জনতায় ভরপুর হয়ে যায়।
পিএসএস বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন দীর্ঘদিন পর এরকম একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘদিন সুস্থ সংস্কৃতি থেকে জাতি অনেক দূরে ছিল আজকের পর থেকে শাবিপ্রবিতে সুস্থ এই সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল চট্টগ্রামের কাওয়ালী ব্যান্ড “আজাদি মঞ্চ”, ইসলামি গানের শিল্পি মিনহাজ সহ সিলেটের স্থানীয় ও শাবিপ্রবির শিল্পীরা।