টাঙ্গাইল সদরে জানাজা ও চির নিদ্রায় শায়িত শহীদ লে. তানজিম ছরোয়ার নির্জন :
- প্রকাশিত: ০২:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / 59
শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (BA-11453) এর জানাজা আজ বাদ আসর টাঙ্গাইল সদরে ঢাকা রোড সংলগ্ন বোয়ালী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ভাবে তার লাশ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলে আনা হয় এবং পরবর্তীতে গার্ড অব অনার এর মাধ্যমে তাকে দাফন করা হয়।
কক্সবাজার চকরিয়া থানায় কমান্ডিং অফিসার মোহাম্মদ উজ্জ্বলের আন্ডারে যৌথবাহিনি স্থানীয় ডাকাতদের অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২:৩০ মিনিটে অস্ত্রসহ সন্ত্রাসীদের টিমের উদ্দেশ্যে রওয়ানা হন। আনুমানিক রাত ২:৩০ মিনিটে লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের সাথে একপর্যায়ে তার কথা কাটাকাটি হয় এবং তাকে ছুরি দিয়ে গলায় তিনবার আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে ছুরিটি চোখের ভেতর প্রবেশ করানো হয়। গলার আঘাতের কারনে প্রচুর রক্ত ক্ষরণ হয় এবং তাকে চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়ার পূর্বেই তিনি শহীদ হন। তার শরীরে বন্দুকের গুলির আঘাত ও রয়েছে।
যৌথবাহিনির অভিযানে যাওয়ার পূর্বে রাত ১১টা নাগাদ লে. তানজিম তার বোন সূচি আপুর সাথে সর্বশেষ কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, চকরিয়ায় আজ তার একটি অপারেশন রয়েছে তাই তার মা ও বোন যাতে আগামী ২/৩ ঘন্টার মধ্যে তাকে ফোন না দেন। তিনি দোয়া চান এবং অভিযান শেষে সেফ জোনে গিয়ে তিনি নিজেই ফোন করবেন বলে আশ্বাস দেন।
শহীদ লে. তানজিম ছরোয়ার নির্জন এর জন্ম তারিখ ১ অক্টোবর,২০০০। তিনি টাঙ্গাইল সদরের আমিন বাজারের লিচুতলা এলাকার বাসিন্দা জনাব সরোয়ার হোসেনের ছেলে। তিনি শহরের খ্যাতনামা স্কুল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দুর্বার-১৭ ব্যাচ এর প্রাক্তন ছাত্র এবং পাবনা ক্যাডেট কলেজের ৩৬-ব্যাচের সাবেক শিক্ষার্থী।
বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (৮২ বিএমএ লং কোর্স) এর চলতি বছর ডিসেম্বরে ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার কথা ছিলো। সাহসী দেশ প্রেমিক এই বীর সেনার মৃত্যুতে সারাদেশ আজ গভীর ভাবে শোকাহত।
আফসারাহ্ জাহান আশা
কুমুদিনী সরকারি কলেজ, টাংগাইল।
২৪ সেপ্টেম্বর, ২০২৪।