বিএনপিও কম করেনি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
- প্রকাশিত: ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / 57
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বানানী কার্যালয়ে মতবিনিময় সভায় জিএম কাদের বলেছেন, ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপিও কম করেনি। ২০০৭ সালে একদলীয় নির্বাচন চালিয়েছিল তারা। তারপর এক এগারো। এরপর জনগণ মনে করেছিল আওয়ামী লীগ ভালো কাজ করবে। আমরাও মনে করেছিলাম। তাই জোট করা হয়েছিল। আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা জাতীয় পার্টি একা দেয়নি। অন্য দলগুলোও দিয়েছে।
টিক মার্কের নির্বাচন চায়নি জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয়া হয়েছিল। অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল, জাতীয় পার্টিও হয়েছিল। সেজন্য ক্ষমা চেয়ে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কী করেছে
বিএনপি, জামায়াত ও জাতীপার্টি সবাইকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এ কথা জানিয়ে জিএম কাদের বলেন, দলকে বাঁচাতে নির্বাচনে যেতে হয়েছে আওয়ামী লীগের অধীনে। জনগণের কথা চিন্তা করে নির্বাচনে যাওয়া হয়েছিল।
জিএম কাদের বলেন, শুধু নির্বাচনী কাঠামো সংস্কার নয় অর্থনীতিও ঠিক রাখতে হবে।