এডভান্স সার্চ: প্রথম বাংলাদেশী এআই সার্চ ইঞ্জিন
- প্রকাশিত: ০৩:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / 67
সম্প্রতি বাংলাদেশী আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কোম্পানি “এআইক্রাফটার(www.aicraftar.com)” রিলিজ দিয়েছে বাংলাদেশের প্রথম এআই সার্চ ইঞ্জিন “এডভান্স সার্চ”।
এডাভন্স সার্চের মূল উদ্দ্যেশ্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে ইন্টারনেটে থাকা আপডেটেড তথ্য দিয়ে যেকোন সার্চ রেজাল্ট দেওয়া। শুধু তাই নয়, ভাষা,দেশ অনুযায়ী এডভান্স সার্চ ব্যাবহারকারীকে তার কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে সক্ষম। এছাড়াও বিভিন্ন অপ্রাসঙ্গিক তথ্য ফিল্টার করে সার্চ রেজাল্ট দেওয়ার সক্ষমতা রয়েছে এডাভান্স সার্চের।
এআইক্রাফটার ব্যাবহারকারীদের দিচ্ছে ১২ টির মতো এআই টুলসের সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টিউটোরি, এডভান্স সার্চ, বাংলার জন্য বেঙ্গল এআই। বাংলায় সার্চ রেজাল্ট, ম্যাথ এবং কোডিং এর জটিল সমস্যা সমাধানের জন্য রয়েছে থারোজি(TharoG), যা এআইক্রাফটারের নিজস্ব এআই মডেল। ফ্ল্যাগশিপ এআই টুলস, টিউটোরি(tutory), যা ব্যাবহারকারীকে যেকোন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রোডম্যাপের পাশাপাশি প্রয়োজনীয় রিসোর্স দিতে পারবে এবং যেকোন কোর্স শেষে সার্টিফিকেট দেওয়ার সক্ষমতাও রয়েছে।
প্রথম বাংলাদেশী এআই সার্চ ইঞ্জিনের পিছে যারা কাজ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা রয়েছেন, মো: আরিফুজ্জামান রায়হান,আল শাহরিয়ার কবির,লুৎফুল হাসান,হাসিবুর রহমান রাফাত। উল্লেখ্য বর্তমানে তারা প্রত্যেকেই স্নাতক শিক্ষার্থী। বহু এআই টুলস সমৃদ্ধ এআইক্রাফটার বর্তমানে সবচেয়ে স্বল্প মূল্যে এআই সার্ভিস দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে বলে আশা ব্যাক্ত করেছে এআইক্রাফটার। এআইক্রাফটার এআই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়া ও এআই এর সহজলভ্যতা বৃদ্ধিতে দৃঢ় প্রত্যয়ী।