৯ই অক্টোবর, ২০২৪ আদর্শ সামাদ ম্যাথ ক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আদর্শ সামাদ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াড শুরু হয় সকাল সাড়ে নয়টায়। অলিম্পিয়াডে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ফারহান সাদিক পাবলিকিয়ান টুডে প্রতিনিধিকে বলেন, ” ২০১৯ সালের অক্টোবরের ১৯ তারিখে ক্লাবটির যাত্রা শুরু হয়। কিন্তু কোভিড-১৯ এর জন্য এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপরে ২০২১ সালের ২১শে অক্টোবর পুনরায় কার্যক্রম শুরু হয়।
প্রতিবছরেই একটা করে ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এবার ৪র্থ আদর্শ সামাদ গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। টাইটেল স্পন্সর হিসেবে ছিলো আইএফআইসি ব্যাংক, লক্ষ্মীপুর শাখা। কো-স্পন্সর হিসেবে ছিল ই-শিখন ও এসকেআরপি। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ব্যাপন।
এবারের আয়োজনে দারুণ সংযুক্তি ছিল ‘Interactive Web App’। শিক্ষার্থীরা এবার অনলাইন এবং অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করতে পেরেছে। এডমিট কার্ড ওয়েব অ্যাপ থেকে ডাউনলোড করতে পেরেছে এবং ফলাফলও ওয়েব অ্যাপেই দেওয়া হয়েছে।
এবার তিনটি সেগমেন্ট ছিল-
১. Math Olympiad
২. Rubik’s Cube Challenge
৩. Ask & win
এছাড়া এবারের বিশেষ আকর্ষণ ছিলো ‘ হাউজ অব জিনিয়াস’। যেটা যেই স্কুল থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী পুরষ্কার পাবে সেই স্কুলকে দেওয়া হবে। এছাড়া আমাদের সার্বিক সহযোগিতায় ছিলো ‘ লক্ষ্মীপুর ম্যাথ ক্লাব ‘ এবং ‘ আদর্শ সামাদিয়ান।’ সেই সঙ্গে শৃঙ্খলার দায়িত্বে ছিল আদর্শ সামাদ বিএনসিসি প্লাটুন। “
লক্ষ্মীপুরের মধ্যে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন খুবই কম হয়। অভিভাবকরা তাদের সন্তানদের মেধা বিকাশে জেলায় এমন অলিম্পিয়াড আয়োজনের জন্য আদর্শ সামাদ ম্যাথ ক্লাবকে ধন্যবাদ জানায়।
হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই