যবিপ্রবি ড. ওয়াজেদ মিয়া ইনস্টিটিউটের পরিচালক ড. আমিনুর ও সহ.পরিচালক ড. রশিদ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

যবিপ্রবি ড. ওয়াজেদ মিয়া ইনস্টিটিউটের পরিচালক ড. আমিনুর ও সহ.পরিচালক ড. রশিদ

Paru Vai প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৪, ১২:৫১

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ড. এম. এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউটের পরিচালক হয়েছেন অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান ও সহযোগী পরিচালক সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ এন্ড মেরীন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ড. এম. এ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট’র ‘পরিচালক’ এর দায়িত্ব প্রদান করা হলো। একই সাথে উক্ত ইনস্টিটিউট এর ‘সহযোগী পরিচালক’ ড. মোঃ কোরবান আলী, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ এর অতিরিক্ত দায়িত্বে মেয়াদ অবসান করে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ-কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বর্ণিত ইনস্টিটিউট এর ‘সহযোগী পরিচালক’ এর দায়িত্ব প্রদান করা হলো।