পবিপ্রবিতে আবাসিক হলে নবীনবরণ অনুষ্ঠিত | Publician Today

পবিপ্রবিতে আবাসিক হলে নবীনবরণ অনুষ্ঠিত

Paru Vai প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৪, ১৭:১৩

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ,বিভিন্ন অনুষদের অন্যান্য সেশনের আবাসিক শিক্ষার্থীবৃন্দ ও হল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো শিক্ষা ও নৈতিকতার সমন্বয় করে চলার ধাপ । এ সময়ে জীবনকে গোছালো, সুন্দর পরিপাটি ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।