ডিআইইউ ও ইউসিবি পিএলসি এর মধ্যে এমওইউ সই - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডিআইইউ ও ইউসিবি পিএলসি এর মধ্যে এমওইউ সই

Paru Vai প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪, ১৫:২৩

ডিআইইউ প্রতিনিধি তানজিল কাজীঃ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

এ সময় ইউসিবি’র পক্ষে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পক্ষে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস. কে পাটোয়ারী, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ডিআইইউ’র শিক্ষার্থীরা তাদের নিজস্ব আইডিতে প্রবেশ করে সেমিস্টার ফি’র পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ইউসিবি’র যেকোনো শাখা ও উপশাখায় তাদের টিউশন ফি’র টাকা জমা করতে পারবেন। জমাকৃত টিউশন ফি’র তথ্য সাথে সাথে তাদের আইডিতে আপডেট হয়ে যাবে। এছাড়া এ চুক্তির আওতায় ভবিষ্য