ববি শিক্ষার্থী রবিনের ''ষোল আনা'' - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ববি শিক্ষার্থী রবিনের ”ষোল আনা”

Paru Vai প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৪, ১৬:১০

মোহাম্মদ এনামুল হোসেন:

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ছেলে রবিন। পুরো নাম- রবিউল হাসান রবিন। স্বপ্ন দেখেন ভবিষ্যতে হয়ে উঠবেন একজন সফল ব্যবসায়ী।। পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে এখন থেকেই শুরু করে দিয়েছেন উপার্জন। পড়াশোনা করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)।

সদ্য ক্যাম্পাসে আসা রবিন শুরুর দিকেই ভ্রাম্যমান আচারের দোকান দিয়েছেন নিজ ক্যাম্পাসের এলাকাতেই। দোকানের নাম দিয়েছেন ‘ষোল আনা’। আচারের ব্যবসায়ের সম্পর্কে তিনি জানান, বড় ভাই ঢাকায় আচারের ডিলার ব্যবসায়ে জড়িত থাকায় তার জন্য এ ব্যবসায়টি বেছে নেওয়া সহজ হয়েছে।

রবিন জানান, প্রাথমিক পর্যায়ে পরিবার থেকে অর্থায়নের মাধ্যমে তিনি তার এই দোকান শুরু করেছেন। তার এই ব্যবসায়ে রয়েছে পরিবারের সমর্থন। এছাড়াও সে অল্প কিছুদিনের মধ্যেই সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসা৷

রবিনের ষোল আনায়- স্লাইস চালতা, মোরব্বা চালতা, গোলা চালতা, তেতুল খেজুর তেতুল, সরিষা তেতুল, রসুন তেতুল, বরই টকঝাল মিষ্টি, মিষ্টি বরই, কাশমেরী আম, মোরব্বা আম, টকঝাল আম, আমসত্ব মিষ্টি, আম ফলি/আমচুর টকঝাল, জলপাই, আমড়া মোরব্বা, কাশমেরী আমড়া, ষোল আনা মিক্সসহ হরেক পদের আচার।

প্রসঙ্গত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮/৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে রবিনের ষোল আনা খোলা থাকে।