ডুয়েট কম্পিউটার সোসাইটির উদ্দ্যোগে "Turning Passion into Profession" শীর্ষক সেমিনার - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডুয়েট কম্পিউটার সোসাইটির উদ্দ্যোগে “Turning Passion into Profession” শীর্ষক সেমিনার

Paru Vai প্রকাশ: ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৬:২৫

০৫ ই ডিসেম্বর রোজ বৃহঃস্পতিবার দুপুর ২:৩০ ঘটিকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্লাব ডুয়েট কম্পিউটার সোসাইটি কর্তৃক “Turning Passion into Profession” সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. উৎপল কুমার দাস, সিএসই বিভাগের প্রধান ড. রফিকুল ইসলাম, মোঃ খাওজা ইমরান মাসুদ, সেমিনারের মূল বক্তা হিসেবে ছিলেন ফিনল্যান্ডের সুনামধন্য ইন্টেগ্রিফাই-এ ফুল-স্ট্যাক প্রশিক্ষক আনিসুল ইসলাম।

ছাত্রকল্যাণ পরিচালক তাঁর বক্তব্যে বলেন‌, “ডুয়েট ছাত্র-ছাত্রীদের আইটি বিষয়ের কীভাবে পারদর্শী হতে পারে, নিজেদের যোগ্য করে তুলতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে  ডুয়েট প্রশাসন।”

সেমিনারের কী নোট স্পিকার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজের গুরুত্ব বর্ণনা করেন। এছাড়া বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে সে বিষয়গুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের সাথে আই টি কোম্পানিগুলো কী ধরনের সম্পর্ক উন্নয়ন করা দরকার বিস্তারিত আলোচনা করেন। বক্তব্য শেষের অংশে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উক্ত সেমিনার উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে ডুয়েটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।  কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের মূল বক্তাকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই