জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহীর তত্বাবধানে দুইজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
গত সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত গবেষক দুইজন আলাদা আলাদা ক্যাটাগরিতে এই ডিগ্রি অর্জন করেন। ” বাংলাদেশ আর্কাইভিং পদ্ধতির বিকাশ ও উদ্ভব : নথি ব্যবস্থাপনায় শ্রেণীকরণ ও নিষ্পত্তিকরণ পদ্ধতির স্বরূপ অনুসন্ধান ” শীর্ষক অভিসন্দর্ভের জন্য ইতিহাস বিভাগের গবেষক মোখলেছুর রহমানকে এবং “ঝিনাইদহঃ সমাজ, রাজনীতি ও অর্থনীতি” শীর্ষক অভিসন্দর্ভের জন্য একই বিভাগের গবেষক মোঃ রমজান আলীকে এই ডিগ্রি প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী বলেন, আমার তত্বাবধানে ২০১৪ সালে এবং ২০১৮ সালেও কয়েকজন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং এখনো কয়েকজন এই ডিগ্রি অর্জনের প্রক্রিয়াধীন রয়েছেন। আসলে কারো জন্য কিছু করতে পারলে সেটা অবশ্যই আমার জন্য ভালোলাগার একটা বিষয়।
তিনি আরও বলেন, সন্তানের সাফল্যে যেমন তার বাবা মা গর্বিত হন, আনন্দিত হন তেমনি আমার অধীনেও যদি কেউ এই ডিগ্রি অর্জন করেন তাহলে আমার কাছেও সেটা পরম আনন্দ এবং গর্বের।
………..
জোবায়ের জাকির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪-০১-২৫