GNSC প্রতিনিধি: নাঈম মিয়া।
সমাজকল্যাণ ফাউন্ডেশন (ইয়ুথ পাওয়ার) এর পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
ইয়ুথ পাওয়ার এর সাধারণ সম্পাদক, নাঈম এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ,নালিতাবাড়ী থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মৌলবী মুহাম্মদ ইউসুফ আলী
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আরিফুল ইসলাম সুজন,চেয়ারম্যান সমাজকল্যাণ ফাউন্ডেশন।
আরো উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার এর সভাপতি জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইমন, প্রচার সম্পাদক সিদ্রাতুল নাঈম সহ সমাজকল্যাণ ফাউন্ডেশন( ইয়ুথ পাওয়ার )এর অন্যান্য সদস্যরা
উপস্থিত অতিথিরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাজকল্যাণ ফাউন্ডেশন (ইয়ুথ পাওয়ার) এই কার্যক্রম শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর পাশাপাশি তাদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইয়ুথ পাওয়ার এর সদস্যদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে কার্যক্রমটি সফল হয়েছে।