ব্রেকিং নিউজ :
ইবি’র আবাসিক হলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 19
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কক্ষে বা গেটের ভিতর ধূমপান ও কোনো প্রকার মাদক সেবন না করতে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শেখ রাসেল হল সংশ্লিষ্ট আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে/হল গেটের অভন্তরে ধুমপান ও কোন প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।