শেকৃবির ডেপুটি রেজিস্টারের বাসায় আত্মগোপণে ছিলেন আলোচিত মুকিব।অপসারণের দাবিতে শেকৃবি ছাত্রদল ও বৈষম্যবিরোধীর পৃথক বিক্ষোভ মিছিল - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শেকৃবির ডেপুটি রেজিস্টারের বাসায় আত্মগোপণে ছিলেন আলোচিত মুকিব।অপসারণের দাবিতে শেকৃবি ছাত্রদল ও বৈষম্যবিরোধীর পৃথক বিক্ষোভ মিছিল

Ashraful প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:৪০

পলাতক আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারী ৩১তম সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার পরই প্রতিক্রিয়া হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার সময় আলাদা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর আগে, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া,লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের এ সহকারী অধ্যাপক গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন।

শাহরিয়ার ইমন
শেকৃবি