বাঁধন বুটেক্স ইউনিটের নতুন কমিটি গঠন - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বাঁধন বুটেক্স ইউনিটের নতুন কমিটি গঠন

Rakib Hasan প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:৪১

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের কার্যকরী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী হিমেল রয় এবং একই ব্যাচের ও বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিন তৌকিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি জোনাল প্রতিনিধি হিসেবে আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাকিব আকন্দ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বাঁধন বুটেক্স ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৪ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিন,
ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. রিয়াজুল ইসলাম, ইউনিটের শিক্ষক উপদেষ্টা তৌফিকা সিদ্দিকা, বাঁধনের কেন্দ্রীয় সভাপতি শামীম আহমেদ, ইউনিটের কর্মী ও অ্যালামনাইসহ সাধারণ শিক্ষার্থীরা। সভার শেষাংশে সদ্য সাবেক সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বুটেক্স ইউনিট ও চারটি হল সাব-ইউনিটের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদেল মাহমুদ ও মাইশা হাসান তাহানি, সহ-সাধারণ সম্পাদক রাতুল সাহা, সাংগঠনিক সম্পাদক পিয়াল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সন্তু দাস, দপ্তর সম্পাদক ফারহান আবসার খান, কোষাধ্যক্ষ সুমাইয়া বিনাত সামজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল ও তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন মারুফ। এছাড়া নির্বাহী সদস্যরা হলো মো. সজীব হাসান, মুশফিক হোসেন নাবিল, মো: ইব্রাহিম, আরিফুল ইসলাম ও জান্নাতুল নাঈম বরাত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাঁধন রক্তদান ও
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা সামাজিক কার্যক্রম করে আসছে যা সত্যিই প্রশংসনীয়। যারা নতুন কমিটিতে আসছো তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে সামনে যাতে এই কার্যক্রম আরো বৃদ্ধি পায়। সবাইকে রক্তদানে উৎসাহিত হতে হবে। বাঁধনের কোনো কাজে সহযোগিতার প্রয়োজন হলে শিক্ষকদের জানাবে এবং আমরা সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো।

সংগঠনটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির বলেন, বাঁধনের সাথে যুক্ত হওয়ার শুরু থেকেই আমার সর্বোচ্চ দিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি। বাঁধন আমার জন্য এক প্রশান্তির জায়গা। এই সংগঠনকে ঘিরে সামনের দিনগুলোতে আমার কিছু পরিকল্পনা আছে যাতে বাঁধনের কাজ আরো বিস্তৃত হয়। আশা করি ইউনিটের সকল কর্মীদের পাশে পাবো।

উল্লেখ্য, সংগঠনটির ২০২৪ সালের কার্যকরী কমিটি ৫৭৬ ব্যাগ রক্তদান করতে সমর্থ হয়। এছাড়া রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সামাজিক কাজ করে আসছে বাঁধন বুটেক্স ইউনিট।