জাবিতে ফুচকার দোকানে চাঁদা দাবি করা ছাত্রদল কর্মীকে অব্যাহতি - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জাবিতে ফুচকার দোকানে চাঁদা দাবি করা ছাত্রদল কর্মীকে অব্যাহতি

Ashraful প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৬

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের এক কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

এর আগে, ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির দোকানগুলোতে দৈনিক ১৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। পরে বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। পরে অভিযুক্তদের মধ্যে অর্নবকে শনাক্ত করা হয়।

………

যোবায়ের হোসেন জাকির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
১১-০২-২৫