০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১১৬ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 72

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১১৬তম বারের মতো পেছাল। আদালত আগামী ১৫ এপ্রিল নতুন প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, তদন্ত সংস্থা র‌্যাব তা দাখিল করতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বহুল আলোচিত এই হত্যা মামলায় মোট আটজন আসামি রয়েছেন, যাদের মধ্যে অন্যতম রুনির বন্ধু তানভীর রহমান। বাকি আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শেয়ার করুন

১১৬ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

প্রকাশিত: ০৬:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১১৬তম বারের মতো পেছাল। আদালত আগামী ১৫ এপ্রিল নতুন প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, তদন্ত সংস্থা র‌্যাব তা দাখিল করতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বহুল আলোচিত এই হত্যা মামলায় মোট আটজন আসামি রয়েছেন, যাদের মধ্যে অন্যতম রুনির বন্ধু তানভীর রহমান। বাকি আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন