রূপগঞ্জে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
- প্রকাশিত: ০৮:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 18
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে আমরা উন্মুক্তভাবে ইফতার মাহফিল করতে পারিনি। তারা এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। সাধারণ জনগণ তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারেনি। তাই দেশকে নতুনভাবে গোছাতে সাধারণ জনগণের মনে আস্থা তৈরি করতে উপজেলা বিএনপি’র সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ঐক্যই শক্তি। গতকাল উপজেলা ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজারের গণ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ভোলাবো ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসিরসহ ভোলাবো ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বক্তব্য শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।