প্রতিষ্ঠার ২৫ বছরেই গবেষণায় চমক দেখাচ্ছে হাবিপ্রবি - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠার ২৫ বছরেই গবেষণায় চমক দেখাচ্ছে হাবিপ্রবি

publiciantoday@gmail.com প্রকাশ: ২২ জুন, ২০২৪, ১৪:১০

Hstu Machine
হাবিপ্রবি


হাবিপ্রবির শিক্ষক ড. মো. সাজ্জাত হোসেন সরকারের নেতৃত্বে উদ্ভাবিত হয়েছে শস্য শুকানোর মেশিন (টু স্টেজ গ্রেইন ড্রায়ার)। এ মেশিনের মাধ্যমে বৈরী আবহাওয়াতেও স্বল্প সময়ে সীমিত খরচে ধান, গম, ভুট্টা শুকানো যাচ্ছে। ২০২০ সালের মার্চ মাসে শস্য সংগ্রহে বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয় মেশিনটিকে। চাতালে শুকানোর খরচেই মাত্র কয়েক ঘণ্টায় শুকাতে পারছেন ব্যবসায়ীরা।
এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন স্থানীয় কৃষকেরা। দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে শস্য শুকাতে এ ধরনের মেশিন স্থাপন করা হলে কৃষকেরা যেমন উপকৃত হবেন অন্যদিকে ফসল নষ্টের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। এ মেশিন সরকারের ধান, চাল সংগ্রহে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মত প্রকাশ করেন উদ্ভাবনের নেতৃত্বে থাকা গবেষকরা।

Hstu Gate
bird
উটপাখির ডিম থেকে বাচ্চা