আড়াইহাজারে গৃহবধুকে জবাই করা হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে গৃহবধুকে জবাই করা হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

Ashraful প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ১৬:০৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা বেগম (৪৫) নামের এক গৃবধুকে গলাকেটে করে হত্যা করেছে পাষন্ড স্বামী। অভিযুক্ত স্বামীকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত শাবল ও ছুড়ি।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত, সুলেখা বেগম আড়াইহাজারের নারান্দী গ্রামের রউফ মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ২০বছর পূর্বে আড়াইহাজারে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে প্বার্শবর্তী নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়ার সাথে বিয়ে হয়।

বর্তমানে তাদের সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। এদিকে কয়েকমাস ধরে পারিবারিক বিষয়াদী নিয়ে তাদের মধ্যে মত বিরোধ চলে আসছিল।

এদিকে বুধবার বেলা ১২ টার দিকে পারিবারিক বিষয়াদী নিয়ে গৃহবধু সুলেখার সাথে স্বামী রউফ মিয়ার সাথে ঝগড়া হয়। একপর্যায়ে রউফ মিয়া শাবল দিয়ে আঘাত করে সুলেখাকে অজ্ঞান করে ফেলে। পরে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে তাকে।

খবর পেয়ে আশেপাশের লোকজন ঘাতক রউফ মিয়াকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত শাবল ও ছুড়ি জব্দ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন।