জাবিতে নতুন ভবন নির্মাণ কাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রকাশিত: ১১:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 28
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থবিদ্যা বিষয়ক অনুষদের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অনুমোদিত ভবনের কাজ অবিলম্বে শুরুর দাবিতে ‘গণিত ছাত্রসংসদ’ এর ব্যানারে মানববন্ধন করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷
গণিত বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আহাদ ভুঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৃষ্টির ৫০ বছরেও ডিপার্টমেন্টের ক্লাসরুম ও ল্যাব সংকট, একটা ল্যাবে ২৫ জনের বেশি ক্লাস করতে পারে না, বসতে পারে না। প্রতিটা ব্যাচে ৮০ জন শিক্ষার্থী অথচ ল্যাবে বসতে পারে ২৫ জন।
আমরা চাই জাবির এই পুরনো ডিপার্টমেন্টে কোনকিছুর সংকট থাকবে না। শিক্ষার্থীরা সবকিছুর সুবিধা ঠিকঠাক উপভোগ করবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই যত দ্রুত সম্ভব আমাদের ভবনের কাজ শুরু করতে হবে৷
গণিত শিক্ষার্থী সংসদের ভিপি আবু রুম্মান বলেন, চারটি বিভাগের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, তার মধ্যে গনিত বিভাগ একটি। সেই সূচনালগ্ন থেকেই গনিত বিভাগ সফলতার সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে। এতদিন পেরিয়ে গেলেও এখনো আমরা ক্লাসরুম ও ল্যাব সংকটে ভুগতেছি। ছোট ছোট কিছু রুমে আমরা গড়ে ৮০/৯০ জন ক্লাস করতেছি, একটা ল্যাব পরীক্ষা শেষ করতে আমাদের ছয় সাতদিন লেগে যায়।
এ সময় তিনি আরও বলেন, এত সমস্যার পরেও আমরা এতদিন চুপ ছিলাম। এখন আমাদের ভবনের কাজ শুরু হওয়ার কথা কিন্তু একটি মহল আমাদের গাছ কাটার দোহাই দিয়ে ভবনের কাজ আটকানোর চেষ্টা করতেছে। আমি প্রশাসনক বলতে চাই আটচল্লিশ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভবনের কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব এবং আমাদের ভবনের জন্য যা যা করা প্রয়োজন তাই করব।