০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদো ইউরো ইতিহাসে যৌথভাবে সর্বাধিক অ্যাসিস্ট এর খাতায় নাম লিখালেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 46

রোনালদো

ইউরো ২০২৪: ইউরো ইতিহাসে যৌথভাবে সর্বাধিক অ্যাসিস্ট এর খাতায় নাম লিখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

শনিবার বিভিবি স্টেডিয়াম ডর্টমুন্ডে পর্তুগালের হয়ে তুরস্কের বিরুদ্ধে গ্রুপ এফ এর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রুনো ফার্নান্দেসকে তার ইউরো ক্যারিয়ারের ৮ম অ্যাসিস্ট করেন।
চলতি টুর্নামেন্টে এটি ছিল তার প্রথম এ্যাসিস্ট, যা কারেল পোবোর্স্কির সাথে টুর্নামেন্টের ইতিহাসে যৌথ-সর্বোচ্চ। এছাড়া ৩৯ বছর বয়সী এই লিজেন্ড ইতিমধ্যে ১৪ গোল করে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবস্থান করছেন।

ইউরোতে সর্বাধিক এ্যাসিস্ট:
ক্রিশ্চিয়ানো রোনালদো – (পর্তুগাল) – ৮
কারেল পোবোর্স্কি – (চেক প্রজাতন্ত্র) – ৮
সেস ফ্যাব্রেগাস – (স্পেন) – ৫

ইউরোতে সর্বাধিক গোল:
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১৫ গোল
মিশেল প্লাতিনি (ফ্রান্স)- ৯ গোল
গ্রিজম্যান (ফ্রান্স), অ্যালান শিয়ারার (ইংল্যান্ড), আলভারো মোরাতা (স্পেন)- ৭ গোল


আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

রোনালদো ইউরো ইতিহাসে যৌথভাবে সর্বাধিক অ্যাসিস্ট এর খাতায় নাম লিখালেন

প্রকাশিত: ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

ইউরো ২০২৪: ইউরো ইতিহাসে যৌথভাবে সর্বাধিক অ্যাসিস্ট এর খাতায় নাম লিখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

শনিবার বিভিবি স্টেডিয়াম ডর্টমুন্ডে পর্তুগালের হয়ে তুরস্কের বিরুদ্ধে গ্রুপ এফ এর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রুনো ফার্নান্দেসকে তার ইউরো ক্যারিয়ারের ৮ম অ্যাসিস্ট করেন।
চলতি টুর্নামেন্টে এটি ছিল তার প্রথম এ্যাসিস্ট, যা কারেল পোবোর্স্কির সাথে টুর্নামেন্টের ইতিহাসে যৌথ-সর্বোচ্চ। এছাড়া ৩৯ বছর বয়সী এই লিজেন্ড ইতিমধ্যে ১৪ গোল করে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবস্থান করছেন।

ইউরোতে সর্বাধিক এ্যাসিস্ট:
ক্রিশ্চিয়ানো রোনালদো – (পর্তুগাল) – ৮
কারেল পোবোর্স্কি – (চেক প্রজাতন্ত্র) – ৮
সেস ফ্যাব্রেগাস – (স্পেন) – ৫

ইউরোতে সর্বাধিক গোল:
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১৫ গোল
মিশেল প্লাতিনি (ফ্রান্স)- ৯ গোল
গ্রিজম্যান (ফ্রান্স), অ্যালান শিয়ারার (ইংল্যান্ড), আলভারো মোরাতা (স্পেন)- ৭ গোল


আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়