স্বাধীনতার ৫৪ বছর পর সিলেট বিমানবন্দর থেকে প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপ (স্পেন) গেল কার্গো বিমান - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ৫৪ বছর পর সিলেট বিমানবন্দর থেকে প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপ (স্পেন) গেল কার্গো বিমান

Rakib Hasan প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০১:২৩

স্বাধীনতার ৫৪ বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের (স্পেন) উদ্দেশে কার্গো ফ্লাইট ছেড়ে গেছে। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে এই ফ্লাইটের মাধ্যমে সিলেট থেকে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো। সিলেটবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এখন থেকে তারা সরাসরি সিলেট থেকে ইউরোপে পণ্য রপ্তানি করতে পারবেন।
রবিবার ২৭ এপ্রিল রাত ৮টায় এই কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, “সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রার মাধ্যমে সিলেটের ব্যবসায়ীরা কম খরচে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করতে সক্ষম হবেন।”

এটি শুধু সিলেটের জন্য নয়, বরং সারা দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ঢাকা থেকে ইউরোপে কার্গো পরিবহন ব্যয় ১৩ শতাংশ কমে গেছে, যা ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য সাশ্রয় বয়ে আনবে। সিলেটের ব্যবসায়ীরা কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি ছাড়াও ভবিষ্যতে আমদানির সুযোগ পেতে পারেন।
সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান কালবেলা বলেন, “এই ফ্লাইট চালু হওয়ায় সিলেটের ব্যবসায়ীরা গার্মেন্টস পণ্য রপ্তানির পাশাপাশি কাঁচামাল রপ্তানি করার নতুন সুযোগ পাচ্ছেন।” তিনি সরকারের কাছে এ ফ্লাইট যাতে চালু থাকে, সেই দাবি জানান।

বর্তমানে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও ফ্রিজিং সুবিধা চালু হলে সিলেটের ব্যবসায়ীরা আরও বেশি পণ্য রপ্তানি করতে পারবেন। এভাবে সিলেটের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের পরিচিতি বৃদ্ধি পাবে।

এভাবে সিলেট থেকে ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু হওয়া শুধু সিলেটের জন্যই নয়, বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং ভবিষ্যতের বাণিজ্যিক সাফল্যের সোপান।