নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার থানা প্রেসক্লাব, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা হামলায় জড়িত হিসেবে চিহ্নিত ফারুক মোল্লা, বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজলসহ অন্যদের নাম উল্লেখ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
আরো পড়ুন : ট্রাম্পের পাঁচ দফা নির্দেশনা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে
তারা হুঁশিয়ারি দেন, সময়মতো আইনি ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাংবাদিকরা কর্মসূচি স্থগিত করেন।
উল্লেখ্য, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় রিয়াজ হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় সন্ত্রাসী ফারুক মোল্লা তার ছেলে ও সহযোগীদের নিয়ে রিয়াজের মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। রিয়াজকে রক্ষা করতে গিয়ে তার বন্ধু মাসুদ চৌধুরীও হামলার শিকার হন।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠান। বর্তমানে সাংবাদিক রিয়াজ হোসেন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রিয়াজ হোসেনের ছোট ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, হামলার পর থেকে সাংবাদিক রিয়াজ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে না নিলে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি, হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও জানা গেছে।
পাবলিকিয়ান টুডে/ এম