০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিবিসিডিসি’র সিভি লিখন ও পেশাদার কর্মক্ষেত্র শীর্ষক কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক
  • প্রকাশিত: ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 637

মাহমুদুল হাসান, গবি প্রতিনিধি:

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) আয়োজনে ‘সিভি রাইটিং এন্ড প্রফেশনাল ওয়ার্কপ্লেসেস’ নিয়ে শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য় তলায় আইকিউএসি কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক ল্যাবরেটরিজ পিএলসি এর জেনারেল ম্যানেজার  (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাসুম চৌধুরী।

কর্মশালার প্রথম পর্বে সিভি প্রস্তুতকরণ, কাভার লেটারের গুরুত্ব, চাকরির ইন্টারভিউ থেকে বাদ পড়ার কারণ এবং সাক্ষাৎকারের কৌশল ও শিষ্টাচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে কর্মক্ষেত্রে নিজেকে পেশাদারিভাবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের পেশাগত জীবনে প্রবেশকে সহজতর করবে। আমি আশা করি জিবিসিডিসি এই ধরনের উপযোগী উদ্যোগ অব্যাহত রাখবে।”

জিবিসিডিসির সভাপতি রুবায়েত তোহা বলেন, “এই ওয়ার্কশপ থেকে অংশগ্রহণকারীরা প্রাসঙ্গিক ও আকর্ষণীয় সিভি তৈরির কৌশল শিখতে পারবে। বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী সিভি ও রিজিউমের পার্থক্য ও ব্যবহার কর্মক্ষেত্রে উপযুক্ত ড্রেসকোড ও প্রফেশনাল আচরণ সম্পর্কে বাস্তবভিত্তিক নির্দেশনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

জিবিসিডিসি’র সিভি লিখন ও পেশাদার কর্মক্ষেত্র শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মাহমুদুল হাসান, গবি প্রতিনিধি:

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) আয়োজনে ‘সিভি রাইটিং এন্ড প্রফেশনাল ওয়ার্কপ্লেসেস’ নিয়ে শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য় তলায় আইকিউএসি কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক ল্যাবরেটরিজ পিএলসি এর জেনারেল ম্যানেজার  (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাসুম চৌধুরী।

কর্মশালার প্রথম পর্বে সিভি প্রস্তুতকরণ, কাভার লেটারের গুরুত্ব, চাকরির ইন্টারভিউ থেকে বাদ পড়ার কারণ এবং সাক্ষাৎকারের কৌশল ও শিষ্টাচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে কর্মক্ষেত্রে নিজেকে পেশাদারিভাবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের পেশাগত জীবনে প্রবেশকে সহজতর করবে। আমি আশা করি জিবিসিডিসি এই ধরনের উপযোগী উদ্যোগ অব্যাহত রাখবে।”

জিবিসিডিসির সভাপতি রুবায়েত তোহা বলেন, “এই ওয়ার্কশপ থেকে অংশগ্রহণকারীরা প্রাসঙ্গিক ও আকর্ষণীয় সিভি তৈরির কৌশল শিখতে পারবে। বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী সিভি ও রিজিউমের পার্থক্য ও ব্যবহার কর্মক্ষেত্রে উপযুক্ত ড্রেসকোড ও প্রফেশনাল আচরণ সম্পর্কে বাস্তবভিত্তিক নির্দেশনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।