০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ আয়োজনের ঘোষণা ববি শিবিরের

এনামুল হোসেন, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: ১০:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 245

বরিশাল বিশ্ববিদ্যালয় শিবির

ববি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে মেসে/বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয়  (ববি)। 

বৃহস্পতিবার রাতে ছাত্র শিবির এর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ সম্পর্কে জানতে চাইলে ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বলেন,”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী বান্ধব সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে।

যেসব শিক্ষার্থীরা বাড়িতে যেতে পারেনি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।

আমাদের প্রত্যাশা বাড়িতে না গেলেও সবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য আমরাও প্রথম দিন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এবং আমরা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের পরিবারের কাছে কুরবানী গোশত পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান,”জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী স্থানীয় অসহায় পরিবারগুলোর কাছেও আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কুরবানী গোশত পৌঁছে দিতে চাই। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর জন্য গরু কোরবানির পাশাপাশি ছাগল কোরবানিও দিচ্ছি যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে।”

প্রসঙ্গত, এর আগে এই ঈদে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ 

শেয়ার করুন

ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ আয়োজনের ঘোষণা ববি শিবিরের

প্রকাশিত: ১০:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ববি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে মেসে/বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয়  (ববি)। 

বৃহস্পতিবার রাতে ছাত্র শিবির এর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ সম্পর্কে জানতে চাইলে ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বলেন,”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী বান্ধব সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে।

যেসব শিক্ষার্থীরা বাড়িতে যেতে পারেনি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।

আমাদের প্রত্যাশা বাড়িতে না গেলেও সবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য আমরাও প্রথম দিন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এবং আমরা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের পরিবারের কাছে কুরবানী গোশত পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান,”জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী স্থানীয় অসহায় পরিবারগুলোর কাছেও আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কুরবানী গোশত পৌঁছে দিতে চাই। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর জন্য গরু কোরবানির পাশাপাশি ছাগল কোরবানিও দিচ্ছি যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে।”

প্রসঙ্গত, এর আগে এই ঈদে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷