০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দেওয়া রাবি মেডিকেলের নতুন নাম ‘নাপা সেন্টার’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৯:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 399

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা জামানের ডেঙ্গুজনিত মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের নির্লিপ্ততাকে দায়ী করে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং পরবর্তীতে মিছিল নিয়ে রাবি মেডিকেল সেন্টারের সামনে গিয়ে প্রতীকীভাবে সেখানকার নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার ঝুলিয়ে দেন।

মানববন্ধনে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী তন্দ্রা বলেন, “মৌমিতার মৃত্যু আমাদের ভীষণভাবে নাড়া দিয়েছে। রাবির চিকিৎসা কেন্দ্রে গিয়েও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আজ তাকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা মনে করি, প্রশাসনের উদাসীনতা এই মৃত্যুর জন্য দায়ী।”তিনি আরও বলেন, “প্রশাসন বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেও তার সুফল আমরা শিক্ষার্থীরা পাই না। মৌমিতার পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি আমাদের মৌলিক অধিকার, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ও আবাসনের প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করতে হবে।”

একই বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, “জ্বর নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেলেও মৌমিতা চিকিৎসা পায়নি। পরে কুষ্টিয়ায় নেয়ার পর ডেঙ্গু শনাক্ত হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এটা শুধু একটি মৃত্যু নয়, বরং প্রশাসনের গাফিলতির ফলাফল।”শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসা সেবা চালু, কার্যকর মশা নিধন ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যবিষয়ক মৌলিক চাহিদাগুলোর বাস্তবায়ন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, “আমরা মৌমিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে মশা নিধন কর্মসূচি এবং মেডিকেল সেন্টার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির বিষয়গুলো নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

শেয়ার করুন

শিক্ষার্থীদের দেওয়া রাবি মেডিকেলের নতুন নাম ‘নাপা সেন্টার’

প্রকাশিত: ০৯:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা জামানের ডেঙ্গুজনিত মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের নির্লিপ্ততাকে দায়ী করে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং পরবর্তীতে মিছিল নিয়ে রাবি মেডিকেল সেন্টারের সামনে গিয়ে প্রতীকীভাবে সেখানকার নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার ঝুলিয়ে দেন।

মানববন্ধনে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী তন্দ্রা বলেন, “মৌমিতার মৃত্যু আমাদের ভীষণভাবে নাড়া দিয়েছে। রাবির চিকিৎসা কেন্দ্রে গিয়েও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আজ তাকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা মনে করি, প্রশাসনের উদাসীনতা এই মৃত্যুর জন্য দায়ী।”তিনি আরও বলেন, “প্রশাসন বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেও তার সুফল আমরা শিক্ষার্থীরা পাই না। মৌমিতার পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি আমাদের মৌলিক অধিকার, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ও আবাসনের প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করতে হবে।”

একই বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, “জ্বর নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেলেও মৌমিতা চিকিৎসা পায়নি। পরে কুষ্টিয়ায় নেয়ার পর ডেঙ্গু শনাক্ত হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এটা শুধু একটি মৃত্যু নয়, বরং প্রশাসনের গাফিলতির ফলাফল।”শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসা সেবা চালু, কার্যকর মশা নিধন ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যবিষয়ক মৌলিক চাহিদাগুলোর বাস্তবায়ন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, “আমরা মৌমিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে মশা নিধন কর্মসূচি এবং মেডিকেল সেন্টার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির বিষয়গুলো নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”