জুলাই শহিদদের স্মরণে ডিআইউতে বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রকাশিত: ০৭:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 292
ডিআইইউ প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুলাই) সকালে ডিআইইউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামশেদুর রহমান, জুলাই যোদ্ধা সহ বৈছাআ’র নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, “জুলাই আমাদের জন্য শুধুই একটি ক্যালেন্ডারের মাস নয় বরং এটি সাহস, প্রতিবাদ এবং গণজাগরণের প্রতীক। আজকের এই বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে। একটি গাছ যেমন প্রাণ দেয় তেমনি একটি প্রতিবাদ তৈরি করে নতুন জীবনের বীজ।”সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈছাআ সমন্বয়ক সাজেদুর রহমান বলেন, “যারা রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন কেবল মঞ্চে বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে। আজকের এই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিকতা নয় এটি এক জীবন্ত স্মারক যে গাছগুলো আগামী প্রজন্মকে শেখাবে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।”