রুয়েটে স্বচ্ছতা নিশ্চিতের দাবি: ইউনিক কোডিং চালু ও রাজনৈতিক প্রভাবমুক্ত সিন্ডিকেট গঠনের আহ্বান
- প্রকাশিত: ১১:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 54
রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ পরীক্ষার উত্তরপত্রে ইউনিক কোডিং চালুর পাশাপাশি সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার, ২৬ জুলাই সকাল ১১টায় রুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানের এক বছর অতিবাহিত হলেও এখনো সিন্ডিকেটে একটি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করছে। তারা বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ব্যক্তি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকায় বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, শিক্ষক ও কর্মচারী নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও রাজনৈতিক দখলদারিত্ব দেখা যাচ্ছে, যার ফলে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে সংশ্লিষ্ট মহল।
তারা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিক্ষার্থীরা ১২ দফা দাবি উপস্থাপন করেছিলেন। তার মধ্যে উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং চালুর বিষয়টি অন্যতম হলেও এক বছর পেরিয়ে গেলেও এ দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, প্রশাসনিক ও একাডেমিক স্বচ্ছতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রভাব পুরোপুরি দূর করা জরুরি।
শেষে তারা জানান, প্রশাসন যদি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো পূরণে উদ্যোগ না নেয়, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।