ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এ ডিপিআই রোবোটিকস ক্লাবের অনন্য অর্জন | Publician Today

ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এ ডিপিআই রোবোটিকস ক্লাবের অনন্য অর্জন

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ১৩:০৪

আরমান খান ছামির, ক্যাম্পাস প্রতিনিধি

Innovation World Cup Bangladesh 2026 (National Round)-এ সম্মানজনক Honourable Mention Award অর্জন করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের রোবোটিকস ক্লাবের তিনজন মেধাবী সদস্য।

বাংলাদেশের উদ্ভাবনী সংগঠন Dreams of Bangladesh (DoB) কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা MIICA Malaysia-এর পার্টনারশিপে গত ৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের এই আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে, যেখানে ডিপিআই রোবোটিকস ক্লাবের উদ্ভাবনী প্রকল্প বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে এবং অর্জন করে সম্মানজনক স্বীকৃতি।

এই সাফল্যের ধারাবাহিকতায় তারা এখন বাংলাদেশের হয়ে অংশ নেবেন Innovation World Cup 2026 (International Final Round)-এ। আগামী ২৮–৩১ জানুয়ারি ২০২৬, ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক পর্বে তারা দেশকে প্রতিনিধিত্ব করবেন।

ডিপিআই রোবোটিকস ক্লাবের এই অর্জন কারিগরি শিক্ষার অগ্রগতিতে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং তরুণ উদ্ভাবকদের জন্য একটি গর্বের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক