আমরা অনেকেই ভাবি, দাঁতের ব্যথা বা ক্যাভিটি শুধু মুখ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা।
Porphyromonas gingivalis—এই ছোট্ট ব্যাকটেরিয়াটি দাঁতের মাড়িতে লুকিয়ে থাকে। এটি শুধু দাঁতের ক্ষয়ই ঘটায় না, বরং সুযোগ পেলে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা শরীরে।
২০১৯ সালে গবেষকরা এটি আলঝেইমার রোগে আক্রান্ত মানুষের মস্তিষ্কে খুঁজে পান।
এক ধাপ এগিয়ে, বিজ্ঞানীরা ইঁদুর নিয়ে গবেষণা করেন। ফলাফল?
ব্যাকটেরিয়াটি দাঁত থেকে রক্তের ভেতর ঢুকে সরাসরি মস্তিষ্কে পৌঁছায়, সেখানে কলোনি গঠন করে, এবং এক ধরনের বিষাক্ত প্রোটিন তৈরি করে—যা স্নায়ুকোষ ধ্বংস করে দেয়।
এটাই ধীরে ধীরে সৃষ্টি করে স্মৃতিভ্রষ্টতা—অর্থাৎ আলঝেইমার।
মানুষের ক্ষেত্রে এখনো এই প্রক্রিয়াটি শতভাগ নিশ্চিত হয়নি, তবে প্রমাণগুলো শক্তিশালী। বিজ্ঞানীরা বলছেন, এই সম্পর্ক আলঝেইমারের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।
তবে আপনি এর আগেই এক কাজ করতে পারেন—আপনার ও আপনার সন্তানের দাঁতের যত্ন নিতে শিখুন!