০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

মোঃ যোবায়ের হোসেন জাকির, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 363

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কেলেঙ্কারির খবর প্রকাশ করায় ‘জাগো নিউজে’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের বিরুদ্ধে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাক্সিন কর্মসূচি স্থগিত’ শিরোনামে ‘জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে ​জাবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির আড়ালে এক সাবেক এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভাগবাটোয়ারার দ্বন্দ্বে টিকাদান কর্মসূচি স্থগিতের বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সৈকত ইসলামের কাছে এই কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ছাত্রদলের সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সংশ্লিষ্টতা নিয়ে জানতে মুঠোফোনে কল দেন এবং এক পর্যায়ে রিট করা হবে বলে হুমকি দেন। অজ্ঞাত কারণে কয়েক ঘন্টা পরে জাগো নিউজের ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়।

সৈকত ইসলাম বলেন, ভ্যাকসিন কর্মসূচি স্থগিতের পর কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট সকলের স্পষ্ট  বক্তব্যসহ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনটি প্রকাশের পরে ঐদিন দুপুর থেকে আমাকে ‘সময়ের আলো’র জনৈক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ অনবরত কল দিতে থাকেন। তার সঙ্গে কথা বললে তিনি আমাকে কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রসঙ্গ তুলে নানাভাবে জেরা করেন। কথোপকথনের এক পর্যায়ে, সংবাদ না সরালে এটা নিয়ে রিট হবে বলে হুমকিও দেন তিনি।

সৈকত বলেন, আমি পর্যাপ্ত প্রমাণাদিসহ আমার অফিসে সংবাদটি পরিবেশন করেছি। সংবাদের ত্রুটি থাকলে অফিস আমাকে জানাবে। অন্য অফিসের জনৈক সাংবাদিক অভিযুক্তদের পক্ষ নিয়ে আমাকে হুমকি প্রদান এবং জেরা করার অধিকার রাখে না। আমি মনে করি, এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি’।

উল্লেখ্য, উক্ত ঘটনার জেরে জাগো নিউজের জাবি শাখার প্রতিনিধি সৈকত ইসলামকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন সাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার পরিবেশ অর্জন করেছি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অসংগতির বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের মানবিক মর্যাদার অংশ। বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে এই অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা সেই ভয় আর শঙ্কার পরিবেশে ফিরতে চাই না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা বিগত পনেরো বছর ধরে নিপীড়নের মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে চলেছেন। জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়েও সাহসী সাংবাদিকতা এবং তাদের গুলিবিদ্ধ রক্তাত্ত ছবি আমাদের দ্রোহের অনুপ্রেরণা হিসেবে হাজির হয়েছে। কিন্তু আজও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করার চেষ্টা চলছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বাগছাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক সৈকত ইসলামসহ সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

…….

শেয়ার করুন

জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

প্রকাশিত: ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কেলেঙ্কারির খবর প্রকাশ করায় ‘জাগো নিউজে’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের বিরুদ্ধে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাক্সিন কর্মসূচি স্থগিত’ শিরোনামে ‘জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে ​জাবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির আড়ালে এক সাবেক এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভাগবাটোয়ারার দ্বন্দ্বে টিকাদান কর্মসূচি স্থগিতের বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সৈকত ইসলামের কাছে এই কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ছাত্রদলের সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সংশ্লিষ্টতা নিয়ে জানতে মুঠোফোনে কল দেন এবং এক পর্যায়ে রিট করা হবে বলে হুমকি দেন। অজ্ঞাত কারণে কয়েক ঘন্টা পরে জাগো নিউজের ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়।

সৈকত ইসলাম বলেন, ভ্যাকসিন কর্মসূচি স্থগিতের পর কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট সকলের স্পষ্ট  বক্তব্যসহ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনটি প্রকাশের পরে ঐদিন দুপুর থেকে আমাকে ‘সময়ের আলো’র জনৈক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ অনবরত কল দিতে থাকেন। তার সঙ্গে কথা বললে তিনি আমাকে কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রসঙ্গ তুলে নানাভাবে জেরা করেন। কথোপকথনের এক পর্যায়ে, সংবাদ না সরালে এটা নিয়ে রিট হবে বলে হুমকিও দেন তিনি।

সৈকত বলেন, আমি পর্যাপ্ত প্রমাণাদিসহ আমার অফিসে সংবাদটি পরিবেশন করেছি। সংবাদের ত্রুটি থাকলে অফিস আমাকে জানাবে। অন্য অফিসের জনৈক সাংবাদিক অভিযুক্তদের পক্ষ নিয়ে আমাকে হুমকি প্রদান এবং জেরা করার অধিকার রাখে না। আমি মনে করি, এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি’।

উল্লেখ্য, উক্ত ঘটনার জেরে জাগো নিউজের জাবি শাখার প্রতিনিধি সৈকত ইসলামকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন সাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার পরিবেশ অর্জন করেছি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অসংগতির বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের মানবিক মর্যাদার অংশ। বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে এই অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা সেই ভয় আর শঙ্কার পরিবেশে ফিরতে চাই না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা বিগত পনেরো বছর ধরে নিপীড়নের মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে চলেছেন। জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়েও সাহসী সাংবাদিকতা এবং তাদের গুলিবিদ্ধ রক্তাত্ত ছবি আমাদের দ্রোহের অনুপ্রেরণা হিসেবে হাজির হয়েছে। কিন্তু আজও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করার চেষ্টা চলছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বাগছাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক সৈকত ইসলামসহ সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

…….