০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 362

মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের জেরে ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের বেশি রোহিঙ্গার আশ্রয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সোমবার (২৮ এপ্রিল) এই অনুরোধ জানানো হয়।

রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের (RRRC) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে জানান, “গত সপ্তাহে ইউএনএইচসিআর একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ করেছে। নতুন এসব রোহিঙ্গার বেশিরভাগই কক্সবাজারের শিবিরের আশপাশে তাঁবুতে কিংবা স্থানীয় স্কুল-মসজিদে আশ্রয় নিয়েছে।”

জাতীয় একটি দৈনিকের তথ্য অনুযায়ী, নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা ২৯ হাজার ৬০৭টি পরিবারের সদস্য। কেবল গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। সবাই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

মিজানুর রহমান জানান, “ইউএনএইচসিআর চায় তাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়া হোক। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, ধারাবাহিকভাবে রোহিঙ্গা আশ্রয় দিতে থাকলে পুনর্বাসনের প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।”

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার হামলার পর মিয়ানমার সেনাবাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

শেয়ার করুন

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

প্রকাশিত: ০৬:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের জেরে ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের বেশি রোহিঙ্গার আশ্রয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সোমবার (২৮ এপ্রিল) এই অনুরোধ জানানো হয়।

রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের (RRRC) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে জানান, “গত সপ্তাহে ইউএনএইচসিআর একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ করেছে। নতুন এসব রোহিঙ্গার বেশিরভাগই কক্সবাজারের শিবিরের আশপাশে তাঁবুতে কিংবা স্থানীয় স্কুল-মসজিদে আশ্রয় নিয়েছে।”

জাতীয় একটি দৈনিকের তথ্য অনুযায়ী, নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা ২৯ হাজার ৬০৭টি পরিবারের সদস্য। কেবল গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। সবাই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

মিজানুর রহমান জানান, “ইউএনএইচসিআর চায় তাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়া হোক। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, ধারাবাহিকভাবে রোহিঙ্গা আশ্রয় দিতে থাকলে পুনর্বাসনের প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।”

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার হামলার পর মিয়ানমার সেনাবাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।