...

প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর, ভোটাধিকার ১৬ বছর—এনসিপির প্রস্তাব

অনলাইন ডেস্ক প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ১৪:৪৯

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে ভোটাধিকার ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাবও আগামীকাল কমিশনের কাছে জমা দেবে দলটি।

শনিবার (২২ মার্চ) সকালে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ তথ্য জানান।

আরও পড়ুন : আট মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা

তিনি বলেন, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব ও মতামত আনুষ্ঠানিকভাবে জমা দেবে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি আলোচনার প্রয়োজন ছাড়াই বাস্তবায়ন সম্ভব। তবে এনসিপির মতে, এই ১১১টি সুপারিশ নিয়েও আরও আলোচনার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ১৯৭২ সালের সংবিধানকে অগ্রহণযোগ্য দাবি করে সারোয়ার তুষার বলেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন। এ ছাড়া পরবর্তী নির্বাচনে গণপরিষদ নির্বাচন চালুরও দাবি জানায় এনসিপি।

পাবলিকিয়ান টুডে/ এম