আবু সাঈদের রংপুরে ড.ইউনুস, দেশ সংস্কারের দাবি তুলে ধরলেন বেরোবির শিক্ষার্থীরা
- প্রকাশিত: ০২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / 19
বেরোবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাতের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ড.ইউনুস। এসময় শিক্ষার্থীরা দেশ সংস্কারের জন্য কিছু দাবি তুলে ধরেন তার কাছে।
শনিবার (১০ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাত করেন ড.মোহাম্মদ ইউনুস। এর পরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এই সময় শিক্ষার্থীদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, ” শহীদ আবু সাঈদ একজন মহাকাব্যের নায়ক। রংপুরের বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছে আর রংপুরের আবু সাঈদ পুরো দেশকে মুক্ত করেছে। যে বিপ্লবটি এসেছে এটি হাত ছাড়া হতে দেওয়া যাবে না, এই বিপ্লব ধরে রাখার দ্বায়িত্ব এখন শিক্ষার্থীদের। তরুণদের প্রানশক্তিই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এখন। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, পুরো বিশ্বজুড়ে ভাবতে হবে। শিক্ষার্থীদের ক্ষমতা রয়েছে অসম্ভবকে সম্ভব করার। সবার একটি স্বপ্ন থাকা প্রয়োজন আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিজেদের প্রাণশক্তি ব্যায় করতে হবে “। এছাড়াও, নিজের তরুণ বয়সের বিশেষ কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
এরপরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন ড.মোহাম্মদ ইউনুসের নিকট। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য শূন্য অবস্থায় আছে, তাই একজন যোগ্য উপাচার্য নিয়োগের জন্য আবেদন করেন একজন শিক্ষার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ, রংপুর মেডিকেল কলেজকে আরো সমৃদ্ধ করার দাবি পেশ করেন শিক্ষার্থীরা। উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অভিযোগ করে রংপুরকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে শিক্ষার্থীরা দাবি পেশ করেন। এছাড়াও, আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহনের বিষয়টিও আলোকপাত করেন একজন শিক্ষার্থী। এছাড়াও,আদিবাসীদের নিজস্ব ভাষাকে বিলুপ্ত হওয়ার পথ থেকে রক্ষা করতে হবে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা।
আকবর আলী রাতুল