হত্যার আশঙ্কায় আন্দোলনে আহত শিপু ও তার পরিবার
- প্রকাশিত: ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / 19
ঢাকা সাংবাদিক সমিতির অফিসে,গত ১৮ই অক্টোবর, এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা ও সন্ত্রাসী দ্বারা হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনে আহত হওয়া শিপু। পুলিশের কাছে মামলা দায়ের করলেও পুলিশ হত্যাচেষ্টায় অংশ নেওয়া কাউকে গ্রেফতার কিংবা আইনী পর্যায়ে কোন পদক্ষেপ নিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। এতে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন।
গত ৪ই আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাইলে ছাত্র-জনতার মিছিলে স্নাইপারে গুলিতে আহত হোন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী মো. রবিউসসানি শিপু। এরই পরিপেক্ষিতে গত ১১ই সেপ্টেম্বর শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ইউজিসি চেয়্যারম্যান ও আশুলিয়ার আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আওয়ামীলীগ নেতা ও সন্ত্রাসী বারবার হত্যা হুমকি দেওয়া হয়ে আসছে শিপু ও তার পরিবারকে। মামলা তুলে না নেওয়ায় গত ১৪ই অক্টোবর শিপু এবং তার ছোট ভাইকে দেশীয় অস্ত্রের মাধ্যমে পুনরায় হত্যাচেষ্টা করা হয়। হামলাকারী হিসেবে ধামসেনা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আশুলিয়া থানার ক্রিয়া সম্পাদক শান্তসহ আরও ১৪জনকে আসামী করে আশুলিয়া থানায় মামলা করেছেন তিনি। উল্লেখ্য, স্লাইপারের গুলিতে আহত শিপু বর্তমানে কিডনী, ইউরোলজি ড্যামেজসহ আরও নানাবিধ জটিলতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি অতিদ্রুত খুনীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবী জানান। এছাড়াও তিনি সরকারের নিকট তার পরিবারের নিরপত্তা কামনা করেন।