১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সাথে দিনক্ষণ নিয়ে আলোচনা না করেই জাকসুর তফসিল ঘোষণার প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 127

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচনের তফসিল আজ ঘোষণার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দিনক্ষণ নির্ধারণে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজকের মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে, কারণ জাকসুর গঠনতন্ত্রে নির্বাচনী বিধি ৮ এর চ অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ২১ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জানান, ২০২৫ সালের ২১ মে’র মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে ।

এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার জাকসুর পরিবেশ পরিষদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি ও ক্রিয়াশীল সংগঠনগুলোর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজ ৩০ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। তবে যথাসময়ে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের তারিখ পেছানো হবে । একইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা নির্বাচনী কার্যক্রমের আগে জুলাই হামলার বিচার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচনের কার্যক্রম শুরু করার ঐক্যমতে পৌঁছায় ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটি ২২ মে শুরু হয়ে ১৫ জুন শেষ হবে । ছুটি বাদে মে মাসে ১৩ ও জুন মাসে ১১ কার্যদিবস অবশিষ্ট থাকে এবং জুলাই মাসের কার্যদিবস থাকে ২২ দিন । গঠনতন্ত্র অনুযায়ী সর্বনিম্ন ২১ কার্যদিবসের পর নির্বাচন করতে হলে নির্বাচন জুলাই মাসের আগে সম্ভব না । সেক্ষেত্রে মে এবং জুন মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত করা যেতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, জুলাই মাসের জাকসুর নির্বাচন না হয়ে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ইতিহাস বিভাগ ছাত্র সংসদের ভিপি শাকিল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটি সংক্ষিপ্ত মিটিংয়ের মাধ্যমে ছাত্রলীগের বিচার কবের মধ্যে অনুষ্ঠিত হবে এবং জাকসু কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা উচিত ছিল । কিন্তু প্রশাসন সেটা না করেই জাকসুর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে । এরফলেশিক্ষার্থীদের সাথে আলোচনা না করে তফসিল ঘোষণার পরবর্তীতে সময় প্রশাসনের সিদ্ধানের সাথে শিক্ষার্থীদের মতমদের বিরোধ দেখা যেতে পারে বলে জানান তিনি ।

……

শেয়ার করুন

শিক্ষার্থীদের সাথে দিনক্ষণ নিয়ে আলোচনা না করেই জাকসুর তফসিল ঘোষণার প্রস্তুতি

প্রকাশিত: ১০:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচনের তফসিল আজ ঘোষণার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দিনক্ষণ নির্ধারণে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজকের মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে, কারণ জাকসুর গঠনতন্ত্রে নির্বাচনী বিধি ৮ এর চ অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ২১ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জানান, ২০২৫ সালের ২১ মে’র মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে ।

এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার জাকসুর পরিবেশ পরিষদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি ও ক্রিয়াশীল সংগঠনগুলোর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজ ৩০ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। তবে যথাসময়ে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের তারিখ পেছানো হবে । একইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা নির্বাচনী কার্যক্রমের আগে জুলাই হামলার বিচার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচনের কার্যক্রম শুরু করার ঐক্যমতে পৌঁছায় ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটি ২২ মে শুরু হয়ে ১৫ জুন শেষ হবে । ছুটি বাদে মে মাসে ১৩ ও জুন মাসে ১১ কার্যদিবস অবশিষ্ট থাকে এবং জুলাই মাসের কার্যদিবস থাকে ২২ দিন । গঠনতন্ত্র অনুযায়ী সর্বনিম্ন ২১ কার্যদিবসের পর নির্বাচন করতে হলে নির্বাচন জুলাই মাসের আগে সম্ভব না । সেক্ষেত্রে মে এবং জুন মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত করা যেতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, জুলাই মাসের জাকসুর নির্বাচন না হয়ে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ইতিহাস বিভাগ ছাত্র সংসদের ভিপি শাকিল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটি সংক্ষিপ্ত মিটিংয়ের মাধ্যমে ছাত্রলীগের বিচার কবের মধ্যে অনুষ্ঠিত হবে এবং জাকসু কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা উচিত ছিল । কিন্তু প্রশাসন সেটা না করেই জাকসুর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে । এরফলেশিক্ষার্থীদের সাথে আলোচনা না করে তফসিল ঘোষণার পরবর্তীতে সময় প্রশাসনের সিদ্ধানের সাথে শিক্ষার্থীদের মতমদের বিরোধ দেখা যেতে পারে বলে জানান তিনি ।

……