আবাসন বৈষম্যের শিকার চবির কলা অনুষদের শিক্ষার্থীরা
- প্রকাশিত: ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 17
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ফ্যাকাল্টি অনুযায়ী আবাসন বরাদ্দ দিয়েছে, যেখানে বৈষম্যের বাস্তবিক চিত্র সবার সামনে সুস্পষ্ট। এতে দেখা যাচ্ছে, কলা অনুষদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আবেদন করলেও তাদের জন্য বরাদ্দ করা আসন সংখ্যা অত্যন্ত কম। প্রায় ৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে কলা অনুষদের জন্য বরাদ্দ সোহরাওয়ার্দী হলের মাত্র ৩২৫ টি আসন।
যেখানে অন্যান্য ফ্যাকাল্টির শিক্ষার্থীরা ৭০-৮৬% আসন পেয়েছেন, সেখানে কলা অনুষদের শিক্ষার্থীরা ২৫৫৫ জন আবেদন করে আসন পেয়েছে ১৭% শিক্ষার্থী। শিক্ষার্থীরা দাবি করছেন, বঙ্গবন্ধু হল পুরোপুরি কলা অনুষদের জন্য বরাদ্দ করলেও এই সমস্যা সমাধান হবে না, কারণ চাহিদা এবং সরবরাহের মধ্যে বিশাল ফারাক রয়েছে। বঙ্গবন্ধু হলের ৭৩৫ টি আসন দিলেও আবেদনের অর্ধেক শিক্ষার্থীরা সিট পাবে না।
শিক্ষার্থীদের অভিযোগ চবি প্রশাসন বারবার আমাদের এড়িয়ে চলছে। শিক্ষার্থীরা আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি, বঙ্গবন্ধু হল কলা অনুষদের জন্য দ্রুত ঘোষনা করতে হবে যেন কলা অনুষদের শিক্ষার্থীদের জন্য সুষম এবং ন্যায্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়।
-নাফিউল,চবি প্রতিনিধি