শাবিপ্রবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক।
- প্রকাশিত: ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 25
শাবিপ্রবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে যোগদান করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার পদত্যাগ করায় তার পদত্যাগ গ্রহন করা হলো। একইসাথে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও ২৮(৬) ধারা অনুসারে প্রফেসর ড. মো. শাহিদুল হককে ০৭/১০/২০২৪ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
আজ সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে তাদের পক্ষে কাজ করবো এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।
অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক ২০০৪ সালে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে হিসাববিজ্ঞান বিষয়ে ২০০০ সালে বিবিএস(সম্মান) ও ২০০২ সালে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।