লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ জমায়েত
- প্রকাশিত: ০৭:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / 23
সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ‘বিপ্লবী ছাত্র-জনতার গণজমায়েত’ আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ শহরের স্বনামধন্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরের ঝুমুর গোল চত্বরে গণ জমায়েতটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিপ্লবী ছাত্র জনতার মিছিল শহিদ মিনারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে সমন্বয়করা বলেন, “আমরা ফ্যাসিস্ট হাসিনার দোসর শাহাবুদ্দিন চুপ্পুর অবিলম্বে পদত্যাগ ও চৌঠা আগস্ট লক্ষ্মীপুরের মাটিতে ছাত্র জনতার উপর গুলি করা টিপু, পিংকু, নয়ন, সেবাব, শাহাদাতসহ সকলের শাস্তি চাই।” তারা আরো বলেন, লক্ষ্মীপুরের মাটিতে স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই